সর্বশেষ

জাতীয়

নৌ দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নৌ দুর্ঘটনার পেছনে বড় কারণ হিসেবে অসচেতনতাকে দায়ী করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাটে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “নৌ দুর্ঘটনার অধিকাংশই ঘটে অসচেতনতার কারণে। তাই মালিক, শ্রমিক ও যাত্রী—সকলকেই সচেতন হতে হবে।”

চলমান কালবৈশাখী মৌসুমের কথা উল্লেখ করে তিনি বলেন, “এ সময় যেকোনো ধরনের নৌযাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।”

তিনি আরও জানান, নৌপথে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নৌযানে প্রয়োজনীয় সব সরঞ্জাম আছে কি না, তা গুরুত্ব দিয়ে পরীক্ষা করার ওপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে বিআইডব্লিউটিএ এবং নৌযান মালিকদের যৌথভাবে তদারকি করারও আহ্বান জানান।

নদী দূষণ প্রসঙ্গে তিনি বলেন, “নদী রক্ষায় আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। তবে যাত্রী ও লঞ্চ কর্মচারীদের প্রতি অনুরোধ, চলাচলের সময় কোনো কঠিন বর্জ্য যেন নদীতে না ফেলা হয়।”

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন