আবার মাঠে ফিরছে আইপিএল, ১৭ মে থেকে শুরু, ফাইনাল ৩ জুন

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এক সপ্তাহের বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে টুর্নামেন্টটি।
সোমবার এক বিবৃতিতে এই নতুন সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
নতুন সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ মে প্রথম কোয়ালিফায়ার দিয়ে। ৩০ মে হবে এলিমিনেটর এবং ১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যদিও গ্রুপ পর্বের মাঠ নির্ধারণ করা হয়েছে, প্লে-অফ ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে তা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই।
এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে ৯ মে আইপিএল স্থগিত করা হয়েছিল। ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে পাকিস্তানের হামলার প্রেক্ষিতে ব্ল্যাকআউট করে দেওয়া হয় স্টেডিয়াম। এরপরই বোর্ড জরুরি বৈঠক ডেকে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়।
এখনো টুর্নামেন্টে ১২টি লিগ এবং ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির কারণে।
পয়েন্ট টেবিলের হালচাল
বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (০.৪৮২)। পাঞ্জাব কিংস ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
মুম্বাই ইন্ডিয়ান্স (১৪), দিল্লি ক্যাপিটালস (১৩), কলকাতা নাইট রাইডার্স (১১) এবং লখনউ সুপার জায়ান্টস (১০) এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে। তবে ইতোমধ্যে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।
আইপিএলপ্রেমীদের জন্য আবারো জমে উঠতে চলেছে প্রতীক্ষিত এই টুর্নামেন্ট। এখন দেখার পালা, বাকি ম্যাচগুলো কেমন নাটকীয়তা বয়ে আনে এবং কোন চারটি দল জায়গা করে নেয় প্লে-অফে।
১২৭ বার পড়া হয়েছে