সর্বশেষ

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১২ মে, ২০২৫ ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পুরনো গোলাবারুদ ধ্বংস করার সময় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তা এবং নয়জন বেসামরিক নাগরিক রয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গারুত জেলার সাগারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) জানিয়েছে, ইন্দোনেশীয় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করার কাজ করছিলো। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার ধ্বংসাত্মক প্রভাবে ঘটনাস্থল কেঁপে ওঠে।

টিএনআই-এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, নিহতদের লাশ উদ্ধার করে পামেউংপেউক আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, "ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের ঝুঁকি এড়াতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।"

নিহত সেনা সদস্যরা হলেন কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান, মেজর আন্দা রোহান্দা, সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো ও ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান।

বেসামরিক নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে— আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবুর, ইইউস ইবিং বিন ইনোন, আনোয়ার বিন ইনোন এবং ইইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি চারজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকা। সেখানে নিয়মিতভাবেই পুরনো গোলাবারুদ ধ্বংস করা হয়। সোমবারের ঘটনার জন্য ব্যবহৃত গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদের গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন