সর্বশেষ

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ১২ মে, ২০২৫ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন ভাতিজার হাতে আরশেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত আরশেদ আলী রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমন (৩২) নিহতের বড় ভাই নুর আলমের ছেলে। পুলিশ ঘাতক সুমনকে আটক করে থানায় নিয়ে গেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, এক বাড়িতে বসবাসকারী পরিবারের সদস্যরা সকলে যার যার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আরশেদ আলী বাড়ির গরুকে পানি খাওাচ্ছিলেন। হঠাৎ কোনো কথাবার্তা ছাড়াই সুমন পেছন থেকে হাঁসুয়া দিয়ে তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুল ইসলাম তালুকদার তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, "আমরা বুঝতে পারছি না কেন এমন ভয়াবহ ঘটনা ঘটলো। তবে সুমনের মনে হয়তো দীর্ঘদিনের ক্ষোভ ছিল।"

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন