সর্বশেষ

জাতীয়

'পুলিশের হাত থেকে মারণাস্ত্র প্রত্যাহার, শুধু এপিবিএনের হাতে থাকবে'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকার সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ পুলিশের হাতে আর থাকবে না চাইনিজ রাইফেল, সাব-মেশিনগান ও ৯ এমএম পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র। এসব মারণাস্ত্র শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে রাখা হবে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “মারণাস্ত্র এখন থেকে কেবল এপিবিএনের কাছে থাকবে। পুলিশের অভিযান পরিচালনায় এই ধরনের অস্ত্রের প্রয়োজন নেই।”

তবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে তিনি জানান, “আজ সিদ্ধান্ত হয়েছে, তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তাৎক্ষণিক কোনো পরিবর্তন হচ্ছে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশের হাতে কোন ধরনের অস্ত্র থাকবে এবং তাদের করণীয় কী হবে— এসব নির্ধারণে খোদা বখস চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর থেকেই বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার দাবি জোরালো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলনেও একই সুপারিশ আসে বেশ কয়েকজন জেলা প্রশাসকের পক্ষ থেকে।

এছাড়া, আলোচিত র‌্যাব পুনর্গঠন নিয়েও সভায় আলোচনা হয়। র‌্যাবের নাম, পোশাক ও কাঠামো নিয়ে পর্যালোচনার জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

এই পাঁচ থেকে ছয় সদস্যের কমিটি র‌্যাবের ভবিষ্যৎ কার্যক্রম, নাম ও গঠনপ্রণালী নির্ধারণ করবে। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানোও যাবে বলে জানানো হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন