সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করা যাবে না: ড. ফরিদুজ্জামান ফরহাদ

সোমবার, ১২ মে, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, “এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই।
এ দেশ সকলের—আপনার, আমার। এখানে বসবাসকারী প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।”
সোমবার (১২ মে) দুপুর ১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষিপাশা গ্রামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গণে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি ও মন্দিরের ৩৮তম অভিষেক বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যদি কেউ আপনাদের ওপর হামলা বা নির্যাতন চালায়, আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের পাশেই আছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মধুসূদন শীল। এ সময় আরও বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মেদ, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, সহ-সম্পাদক কিশোর রায় ও প্রচার সম্পাদক কাজল পাল প্রমুখ।
১২১ বার পড়া হয়েছে