সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ৭৮ জনকে কোস্টগার্ডের মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা

সোমবার, ১২ মে, ২০২৫ ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন অঞ্চলের নদীপথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় নৌবাহিনীর পুশ ইন অভিযানের মাধ্যমে ৭৫ বাংলাদেশি নাগরিকসহ মোট ৭৮ জনকে অবশেষে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত রোববার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে কোস্টগার্ড তাদের শ্যামনগর থানায় পাঠায়।

এই ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশি নাগরিককে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এবং বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন ভারতীয় নাগরিককে শ্যামনগর থানায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেছে এবং সোমবার (১২ মে) সকালে তাদের পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার।

তাদের অধিকাংশের বাড়ি নড়াইল, খুলনা এবং সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। পুশইন করা একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা ভারতের গুজরাটের সুরাট বস্তিতে থাকতেন এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ২৬ এপ্রিল রাতে তাদের বস্তি ভেঙে দেয় স্থানীয় প্রশাসন এবং ওইদিন রাতেই তাদের আটক করা হয়। এরপর তাদের চোখ ও হাত বেঁধে পুলিশ ক্যাম্পে রাখা হয়। চারদিন পর তাদের কলকাতায় পাঠানো হয় এবং সেখানে থেকে জাহাজে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ২৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। খেতে না দেওয়া, মারধর করা, গালিগালাজসহ নানান নির্যাতন সহ্য করতে হয়েছে তাদের।

তাদের মধ্যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক জানান, তাদের বাবা-মা বাংলাদেশি হলেও তারা গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালে তাদের সব কাগজপত্র সরকার কর্তৃক জব্দ করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানিয়েছেন, "এদের বেশিরভাগই অসুস্থ, এবং কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তারা বিভিন্ন সময়ে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।"

এদিকে, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাদেরকে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় শ্যামনগর থানা ও স্থানীয় প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্যাতিতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন