সর্বশেষ

জাতীয়

ড. ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে জানালেন প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি বা শেয়ারের মালিকানা নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নিজে একটি গাড়িও নিজের নামে রাখেন না।”

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সাংবাদিকরা জানতে চান, ড. ইউনূস গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি এবং গ্রামীণ ওয়ালেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন কি না। জবাবে প্রেস সচিব বলেন, “এই প্রতিষ্ঠানগুলোর কোনো একটি কি তার ব্যক্তিগত? তিনি কি এসব থেকে কোনো আর্থিক সুবিধা নিচ্ছেন? এসব প্রতিষ্ঠানে তার কোনো শেয়ার মালিকানা নেই। কেবল ‘গ্রামীণ’ নামটি তিনি দিয়েছেন, তার বাইরে আর কিছু নয়।”

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। “আমি সবাইকে অনুরোধ করবো— তদন্ত করুন। দেখুন কোথাও কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা আছে কি না,” বলেন তিনি।

গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, “২০০৯ সালে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমবার লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল। সেই সময় সৌদি আরবের একটি হাসপাতাল চেইন ড. ইউনূসকে সরাসরি নার্স ও হাসপাতাল স্টাফ পাঠাতে অনুরোধ করেছিল। কারণ, তার মাধ্যমে পাঠালে খরচ কম হবে। তখন শেখ হাসিনার সরকার লাইসেন্স দেয়নি। বর্তমানে যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে সেটি নিয়মমাফিকই হয়েছে।”

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বিষয়েও তিনি বলেন, “ড. ইউনূস ২০১২-১৪ সালের মধ্যে পূর্বাচলে ২-৩ শত বিঘা জমি কিনেছিলেন বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাধিকবার আবেদন জমা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। সম্প্রতি ছয় মাস ধরে অডিটের পর অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি জানান, “ড. ইউনূস এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষকদের নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন।”

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন