সর্বশেষ

জাতীয়

শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নয়, গেজেট পেলেই সিদ্ধান্ত : সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকার যদি গেজেট প্রকাশ করে, তাহলে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

তবে এর আগে শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে তিনি জানান।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, "আমরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। গেজেট হাতে এলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে।"

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, "যখন দেখবেন আকাশে সূর্য উঠেছে, তখন পরিষ্কার হয়ে যাবে—অপেক্ষা করুন।"

উল্লেখ্য, গত শনিবার রাতে অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্তে জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব কার্যক্রম, এমনকি সাইবার স্পেসেও, নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের বিষয়টি কমিশনের এখতিয়ারভুক্ত।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন