পেশোয়ারে আত্মঘাতী হামলায় দুই পুলিশ নিহত, নিরাপত্তা জোরদার

সোমবার, ১২ মে, ২০২৫ ৩:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
হামলায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ডনের খবরে জানানো হয়েছে, রোববার (১১ মে) সকালে রিং রোডের মল মান্দি এলাকার কাছে পুলিশের একটি প্যাট্রোল গাড়িকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) কাসিম খান জানান, নিহতদের একজন সাব-ইন্সপেক্টর।
ঘটনার পরপরই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। ওইসব এলাকায় এখন সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্র।
এদিন আরও দুটি সহিংস ঘটনা ঘটে। বেলুচিস্তানের গোয়াদরে একটি মসজিদের কাছে সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে জড়িয়ে পড়ে।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার লান্দেওয়া গোরাবাই এলাকায় সন্ত্রাসীদের অপহরণের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে পুলিশ। অভিযানে তিনজনকে উদ্ধার করা হয় এবং বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত ও একজন পুলিশ সদস্য আহত হন।
পাকিস্তানে মার্চ মাস থেকে হঠাৎ করেই জঙ্গি সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০১৪ সালের নভেম্বরের পর এই প্রথম এক মাসে ১০০টির বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ‘খারেজি’র সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
১১৬ বার পড়া হয়েছে