সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১২ মে, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৮ শিশু।

চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক নাগরিক ও আশ্রয়প্রার্থী ব্যক্তিরা।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় দুজন নিহত হন এবং আরও অনেকে আহত হন। একই এলাকায় পৃথক হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের তাঁবুগুলোতে চালানো একাধিক হামলায় অন্তত ছয়জন নিহত হন, যাদের মধ্যে কয়েকজন শিশু। আল-মাওয়াসি ও আসদা শহরের নিকটবর্তী এলাকাতেও তাঁবু লক্ষ্য করে হামলায় চারজন নিহত হন, যার মধ্যে দুই শিশু রয়েছে। একটি সাইকেলের ওপর চালানো ড্রোন হামলায় এক তরুণ প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলার আঘাতে এক শিশুর মৃত্যু হয় এবং জাবালিয়ায় একজন গুরুতর আহত হন।

এছাড়া খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজা শহরের আরেক হামলায় মারা গেছেন আরও ৫ জন, যাদের মধ্যে একটি কন্যাশিশু রয়েছে।

গাজা শহরের আল-তুফাহ এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণে একাধিক আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি, ওল্ড গাজা স্ট্রিটে একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যাতে অন্তত দুজন আহত হন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫২ হাজার ৮০০ জন ফিলিস্তিনি। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন