সর্বশেষ

আইন-আদালত

গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন, আজ প্রতিবেদন দাখিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা জুলাই গণহত্যা মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে।

সোমবার (১৩ মে) মামলার তদন্ত প্রতিবেদন গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে প্রসিকিউশন। একই দিন আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তিনি এক ফেসবুক পোস্টে জানান, শুরুতে কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই তদন্ত চলছিল। তবে পরে তদন্তের পরিধি বাড়িয়ে এতে যুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আদেশে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

প্রসিকিউশনের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সময়সীমা নির্ধারণ করে। মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন