সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ১১ মে, ২০২৫ ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় আম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে নিচে পড়ে ইসরাইল হোসেন (৩৮) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাইল হোসেনের বাড়ি ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামে হলেও তিনি প্রায় দুই দশক ধরে শ্বশুরবাড়ি বাহাদুরপুর গ্রামে পরিবারসহ বসবাস করে আসছিলেন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন ইসরাইল। একপর্যায়ে গাছের মগডালে ওঠার পর একটি চিকন ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তার হাত ও পা ভেঙে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইসরাইল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পল্লী চিকিৎসক মজনুর রহমান বলেন, "ছেলেটা খুব ভালো ছিল, কারো সঙ্গে কখনও উচ্চবাচ্য করত না। অত্যন্ত গরিব, দিনমজুরি করেই সংসার চালাতো। এখন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে সে চলে গেল। এই পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত।"

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন