নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্রসহ চারজন আটক

রবিবার, ১১ মে, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১০ মে) মধ্যরাত থেকে রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুরুলিয়া গ্রামের ইউপি সদস্য সুলতান শেখ, নাজিম উদ্দিন শেখ, আসাদুজ্জামান মোল্যা ও চঞ্চল মোল্যাকে আটক করা হয়।
তল্লাশিকালে আসামিদের বাড়ি থেকে ১টি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড তাজা কার্তুস, কার্তুজ তৈরির উপকরণ, ২টি চাইনিজ কুরাল, ২টি ছুরি, ৩টি চাপাতি, ৭টি স্যানদা, ৭টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর-ধনুক, ১৯টি সোরকি, ৬টি ঢাল, ২টি শটগানের কভারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে