সর্বশেষ

সারাদেশ

সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নায়েবে আমীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা

রবিবার, ১১ মে, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, "ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই।

আমরা সন্ত্রাসবাদে বিশ্বাস করি না, বরং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"

শনিবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে তিনি আরও বলেন, "আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংস্কার চাই। সে লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবি করছি। দেশের মানুষের ভোটাধিকার এবং বাকস্বাধীনতা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি।"

তিনি বলেন, "আমরা দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। এখন সময় এসেছে জামায়াতকে সুযোগ দেওয়ার।"

ভারতের প্রভাব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদকে ভয় পায় না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবো।"

নারীর অধিকার প্রসঙ্গে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, "ইসলামে কোনো নারীকে হত্যা করার অনুমতি নেই। আমরা নারীর মর্যাদা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।"

তিনি আরও অভিযোগ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি চলছে। সাবেক সরকার নেতাকর্মীরা যেমন দমন-পীড়ন ও দুর্নীতি চালিয়ে দেশ ছেড়েছে, তেমনই আরেকটি দল একই পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রউফের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বর্তমান জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

এদিন সকালে একই স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের অংশগ্রহণে একটি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন