সরকারের সিদ্ধান্তে বিএনপি'র সন্তোষ প্রকাশ

রবিবার, ১১ মে, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিলম্বে হলেও সরকার ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিয়েছে—এটি ইতিবাচক।”
বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্ত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক, সাংগঠনিক ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আন্দোলনকারীরা যমুনা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং শাহবাগ মোড়ে অবরোধ পালন করেন।
বিএনপি দাবি করেছে, তারা পূর্বেই আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা দলটির বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ উত্থাপন করে নিষিদ্ধ করার লিখিত দাবি জানায়।
মির্জা ফখরুল বলেন, “আমরা বারবার বলেছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করা উচিত। সরকার অবশেষে সেই পথে এগিয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে। এখন সময় এসেছে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার।” তিনি জানান, জনগণ দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও সেই লক্ষ্য পূরণ হয়নি।
১২৩ বার পড়া হয়েছে