সর্বশেষ

আন্তর্জাতিক

মৌসুমের শুরুতেই এভারেস্টের চূড়ায় আট নেপালি 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১১ মে, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ বছরের বসন্ত মৌসুমে মাউন্ট এভারেস্ট অভিযান শুরু হয়েছে আটজন নেপালি পর্বতারোহীর সফল আরোহণের মধ্য দিয়ে। গত শুক্রবার (১০ মে) তাঁরা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান।

এই অভিযানে অংশ নিয়েছিলেন ‘৮কে এক্সপেডিশনস’ নামের একটি স্থানীয় পর্বতারোহী সংগঠনের সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে পেমবা শেরপা জানান, "এভারেস্টের পথ এখন উন্মুক্ত। আমাদের দল ইতোমধ্যেই চূড়ায় পৌঁছেছে।"

নেপালের পর্যটন বিভাগ চলতি মৌসুমে এভারেস্ট আরোহণের জন্য ৪৫৬ জন পর্বতারোহীকে অনুমতি দিয়েছে। এপ্রিল থেকে শুরু হয়ে জুন পর্যন্ত চলা এই মৌসুমে প্রত্যেক বিদেশি পর্বতারোহীর সঙ্গে একজন করে স্থানীয় গাইড থাকেন। এর ফলে সামনের সপ্তাহগুলোতে প্রায় ৯০০ জনের মতো মানুষ এভারেস্টের পথে রওনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এভারেস্ট বেস ক্যাম্পে অবস্থান করা পর্বতারোহী পূর্ণিমা শ্রেষ্ঠা বলেন, "এবার কিছুটা আগেই পথ খুলে দেওয়ায় আমরা আশা করছি অভিযাত্রার সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং চূড়ার পথে ভিড়ও কিছুটা কমবে।"

উল্লেখ্য, ২০১৯ সালে এভারেস্ট অভিযানে অতিরিক্ত ভিড়ের কারণে বেশ কয়েকটি দল চূড়ার কাছাকাছি এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডায় আটকে পড়ে। সেই বছর প্রাণ হারান অন্তত ১১ জন পর্বতারোহী, যার জন্য অভিযাত্রীদের অতিরিক্ত চাপকেই দায়ী করা হয়েছিল।

বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে ৮টির অবস্থান নেপালে। গত বছরই রেকর্ডসংখ্যক পর্বতারোহী—৮০০ জনের বেশি—এভারেস্টে আরোহণ করেন। এর মধ্যে ৭৪ জন চীনের উত্তর তিব্বত সীমান্ত দিয়ে শৃঙ্গ স্পর্শ করেন।

মাউন্ট এভারেস্ট প্রথম আরোহণ করা হয় ১৯৫৩ সালের ২৯ মে, যখন নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে একসঙ্গে চূড়ায় পৌঁছান। এই ঐতিহাসিক অভিযাত্রা পর্বতারোহণের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন