তিন প্রখ্যাত গীতিকারকে সম্মাননা জানাল গীতিকবি সংঘ বাংলাদেশ

রবিবার, ১১ মে, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের গীতিকবি সংঘ সম্প্রতি দেশের তিনজন বিশিষ্ট গীতিকবি—শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ—কে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে গত ১০ মে বিকেলে ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠান। অনুষ্ঠানটি সংগীতপ্রেমী ও শিল্পীদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়, যেখানে এই তিন গীতিকবির জীবনী ও ক্যারিয়ারের নানা দিক তুলে ধরা হয়।
উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্বরা, যেমন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, শওকত আলী ইমন, নাসির আহমেদ, ডা. আরিফ, মিল্টন খন্দকার, শহীদুল্লাহ্ ফরায়জী, আনজীর লিটন, বাপ্পী খান, বাকীউল আলম, এনামুল কবির সুজন ও সীরাজুম মুনীরসহ সংগঠনের সদস্যরা।
সন্ধ্যা ৬টায় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় শুরু হয় এই আয়োজনে, যেখানে সংগীত প্রেমীদের জন্য থাকেন নানা আলোচনা, জীবনী উপস্থাপন ও স্মৃতিচারণ। অনুষ্ঠানের প্রথম পর্বে সঞ্চালক জয় শাহরিয়ার শহীদ মাহমুদ জঙ্গীর জীবন ও সঙ্গীতজীবনের কিছু দিক তুলে ধরেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্বে যথাক্রমে সাকী আহমদ ও অধরা জাহান সঞ্চালনায় লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদের সঙ্গে তাদের পথচলা ও অভিজ্ঞতা শেয়ার করেন।
বিশেষ এই অনুষ্ঠানে অতিথিরা সংগীতের মাধ্যমে তাদের ক্যারিয়ার, জীবনের বিভিন্ন ঘটনা ও সংগ্রামের কথা ব্যক্ত করেন। পাশাপাশি ভিডিওচিত্রের মাধ্যমে তাদের সংক্ষিপ্ত জীবনী ও মূল ঘটনা দর্শকদের কাছে উপস্থাপন করা হয়। এ আড্ডায় তিন গীতিকবির দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিকের পাশাপাশি স্মৃতি ও অনুভূতি বিনিময় হয়।
এছাড়াও, এই অনুষ্ঠানের মাধ্যমে গীতিকবি সংঘ বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল উদ্বোধন করা হয়, যা থেকে তাদের কাজের ব্যাপক পরিচিতি ও সম্প্রসারণের আশা করা হচ্ছে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সংঘের সভাপতি আসিফ ইকবালের ধন্যবাদ ও সমাপনী বক্তব্যের মাধ্যমে।
প্রথমবারের মতো আয়োজিত এই ‘গীতিকবি আড্ডা’ ছিল বাংলাদেশে সংগীতের পরিচিতি ও সম্মানজনক এক মিলনমেলা, যা ভবিষ্যতেও চলমান থাকবেন বলে প্রত্যাশা।
১২৬ বার পড়া হয়েছে