সর্বশেষ

বিনোদন

সংগীতের জগতে জনপ্রিয় ভাই বোন তারা দু'জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা সংগীতের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গায়ক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে শনিবার ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মুস্তাফা জামান আব্বাসীর ছোট মেয়ে শারমিনী আব্বাসী জানান, কয়েক বছর ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর জানাজা অনুষ্ঠিত হয় গুলশান আজাদ মসজিদে, বাদ জোহর। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে তাঁর বাবা-মা আব্বাসউদ্দীন আহমদ ও লুৎফুন্নেসা আব্বাসের কবরেই দাফন করা হয়।

বিখ্যাত সংগীত পরিবারে জন্ম নেওয়া মুস্তাফা জামান আব্বাসী ছিলেন পল্লিগীতির কিংবদন্তি আব্বাসউদ্দীন আহমদের সন্তান। তাঁর মা লুৎফুন্নেসা ছিলেন সংস্কৃতিমনা গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে মুস্তাফা জামান আব্বাসী ছিলেন মেজ। বড় ভাই মোস্তফা কামাল ছিলেন দেশের প্রধান বিচারপতি। ছোট বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা সংগীতশিল্পী।

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুর খবরে শোকাহত হয়েছেন পরিবারের সদস্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকে। ছোট বোন ফেরদৌসী রহমান সামাজিক মাধ্যমে শোকবার্তায় লেখেন, “খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ভাই মুস্তাফা জামান আব্বাসী, যাঁকে আপনারা একজন মহান শিল্পী, গায়ক এবং লেখক হিসেবে জানেন, তিনি আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন।”
তিনি আরও লেখেন, “তিনি তাঁর দুই কন্যা সামিরা ও শারমিনী এবং আত্মীয়স্বজন ও ভক্তদের একটি বড় দল রেখে গেছেন, যাঁরা তাঁর মৃত্যুতে শোকাহত। অনুগ্রহ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন।”

ভাইয়ের মৃত্যুর আগের দিন, বৃহস্পতিবার, গুলশানের বাসায় ভাইকে দেখতে যান ফেরদৌসী রহমান। কথা বলতে না পারা ভাইয়ের পাশে অনেকক্ষণ বসে থাকা, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার মুহূর্তগুলো স্মরণ করে তিনি বলেন, “আমরা কাউকে না জানিয়ে দার্জিলিং চলে যাই—এ কথা বলতেই ভাইয়ের মুখে এক চিলতে আবেগ দেখেছিলাম। সেটাই ছিল আমাদের শেষ দেখা।”

মুস্তাফা জামান আব্বাসীর স্ত্রী আসমা আব্বাসী, যিনি নিজেও একজন খ্যাতিমান শিক্ষিকা ও লেখিকা, গত বছর মারা যান। তিনি রেখে গেছেন দুই কন্যা, সামিরা ও শারমিনী আব্বাসী, এবং তাঁর অসংখ্য গুণমুগ্ধ ভক্ত-অনুরাগী।

উপমহাদেশের সংগীতচর্চায় অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন মুস্তাফা জামান আব্বাসী।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন