আজ বুদ্ধপূর্ণিমা: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

রবিবার, ১১ মে, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ এবং মহাপরিনির্বাণ—এই তিন স্মৃতিবিজড়িত দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়।
বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে দিনটি পালিত হওয়ায় একে বৈশাখী পূর্ণিমা নামেও ডাকা হয়।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে নানা ধর্মীয় আয়োজন। বান্দরবান জেলা শহরের প্রতিটি বিহারে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। দিনভর বিহারগুলোতে চলছে প্রার্থনা, ছোয়াইং (দান), মোমবাতি প্রজ্বালন, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ধর্মদেশনা এবং জল সিঞ্চনসহ নানা আনুষ্ঠানিকতা। বিশেষ করে বোধিবৃক্ষের পাদদেশে জল সিঞ্চনের দৃশ্য ছিল অত্যন্ত আবেগঘন।
সকালে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নারী-পুরুষ, শিশু, যুবক-যুবতীসহ সব বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে তারা হাতে ধর্মীয় প্রতীক ও পতাকা নিয়ে অংশ নেন শোভাযাত্রায়।
বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারের নদশ্রী ভিক্ষু জানান, "গৌতম বুদ্ধের জন্মদিন হিসেবে এ বুদ্ধপূর্ণিমা দিনটি বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছর এই দিনে বৌদ্ধরা ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও শান্তির বার্তা ছড়িয়ে দেন।"
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তি ও সম্প্রীতির এ উৎসবে সারাদেশেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১৪০ বার পড়া হয়েছে