শাহবাগ অবরোধে জুলাই আন্দোলনের আহতরা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

রবিবার, ১১ মে, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই সনদ প্রকাশ ও আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা।
রোববার সকাল থেকে তারা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন, ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ ৯ মাস পেরিয়ে গেলেও সরকার জুলাই সনদ প্রকাশ করেনি। আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। এসব দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া আহত কর্মী বিপ্লব জানান, “আমি সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আমাদের দাবি ছিল জুলাই সনদ প্রকাশ। সরকার একটি দাবি আংশিকভাবে মেনে নিয়ে অন্যটি নিয়ে সময়ক্ষেপণ করছে। ৯ মাসে যা হয়নি, তারা এখন বলছে ৩০ দিনের মধ্যে করবে—এটা আমরা মেনে নিতে পারছি না।”
শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচলে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ এখনো আন্দোলনকারীদের সঙ্গে কোনো আপস বা আলোচনার উদ্যোগ নেয়নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।
১২২ বার পড়া হয়েছে