বুদ্ধপূর্ণিমায় আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে, যাত্রী পারাপার স্বাভাবিক

রবিবার, ১১ মে, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ রোববার (১১ মে) দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই চালু রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করা হচ্ছে না। তবে আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারছেন।
উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দরটি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
১২৫ বার পড়া হয়েছে