সর্বশেষ

জাতীয়

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে সপ্তাহের মাঝামাঝি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, মেহেরপুরসহ অন্তত ৬০টি জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে গরমের প্রকোপ আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ১২ মে সোমবার থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপপ্রবাহ কিছুটা প্রশমিত করতে পারে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়—৪২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে। কিন্তু আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি বাস্তব তাপমাত্রার চেয়েও অনেক বেশি। রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে, অন্যদিকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, সোমবার (১২ মে) থেকে দেশের কিছু অংশে কালবৈশাখীসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। ১৬ থেকে ১৮ মের মধ্যে তাপপ্রবাহ থেকে দেশের বেশিরভাগ অঞ্চল মুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, টানা তিন দিন ধরে ওই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। স্থানীয়রা জানান, গরমে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষদের কাজ করতে দেখা যাচ্ছে চরম কষ্টে। একই চিত্র মেহেরপুরেও। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের কারণে পুরো দেশজুড়ে বৃষ্টির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উপযুক্ত পরিবেশ তৈরি না হলে বৃষ্টির সম্ভাবনা কম থাকে, বিশেষ করে এ সময়ের বৃষ্টি প্রধানত কালবৈশাখীর মাধ্যমে হয়ে থাকে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন