সর্বশেষ

জাতীয়

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এ সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

আজ শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত চলা এই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলোর কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ব্রিফিংয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান থাকা অবস্থায় দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, এবং সাক্ষী ও বাদীদের সুরক্ষার স্বার্থে দলটির সকল কার্যক্রম, এমনকি সাইবার স্পেসেও নিষিদ্ধ করা হয়েছে।” তিনি আরও জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে পরবর্তী কর্মদিবসে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘জুলাই ঘোষণা’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর বিরুদ্ধে তখনকার শাসনামলে গণহত্যা ও গুমের অভিযোগ ওঠে, যা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই আইনটি সংশোধন করে রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনার বিধান সংযুক্ত করা হয়েছে।

বিশেষ বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. মাহফুজ আলম।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন