সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: বিকেল ৫টা থেকে কার্যকর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১০ মে, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান।

শনিবার (১০ মে) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিক্রম মিশ্রি জানান, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) তার ভারতীয় সমকক্ষকে ফোন করে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় বসেন। এতে উভয় পক্ষ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সম্মত হয়। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে।

তিনি আরও বলেন, এই চুক্তি বাস্তবায়নে উভয় দেশের সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দুই দেশের ডিজিএমও ১২ মে দুপুর ১২টায় আবার কথা বলবেন।

এই ঘোষণা আসে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পূর্বেই যুদ্ধবিরতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসহাক দার জানান, “পাকিস্তান ও ভারত একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখে পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করে আসছে।”

এর আগে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশলের জন্য উভয় দেশকেই অভিনন্দন জানাই।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দ—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, সেনাপ্রধান আসিম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন।

তিনি বলেন, “শান্তির পথ বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শরিফের প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কসুলভ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন