সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১০ মে, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী ‘অপারেশন বুনিয়ান-মারসুস’ নামের একটি সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানের অংশ হিসেবে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াস এলাকায় অবস্থিত একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রে সফলভাবে আঘাত হানা হয়েছে। উল্লেখ্য, ব্রহ্মস একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পাল্লা ৮০০ কিলোমিটার। এটি সাবমেরিন, যুদ্ধজাহাজ ও বিমানসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা সম্ভব।

এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করেছে ‘ব্রহ্মস অ্যারোস্পেস’—যেটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং রাশিয়ার এনপিও মাশিনোসট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগ।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের একাধিক বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে পাকিস্তান অভিযোগ করেছিল যে, ভারত তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন