দাবদাহ উপেক্ষা করে চট্টগ্রামে যুবদলের তারুণ্য সমাবেশে লাখো মানুষের ঢল

শনিবার, ১০ মে, ২০২৫ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে তীব্র গরমের মধ্যেও পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক যুবদলের বিশাল সমাবেশ।
শনিবার (১০ মে) তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও, তাতে থেমে থাকেনি জনস্রোত। বিকেল ৩টায় একটি সংগীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন ঘিরে ছিল বিপুল উৎসাহ।
সমাবেশস্থলে ছায়া, পানীয় জল ও ঠান্ডা শরবতের ব্যবস্থা করেও ঠেকানো যাচ্ছিল না দাবদাহের তীব্রতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গরমে কেউ যেন অসুস্থ না হন, সেজন্য প্রায় ৭২ হাজার লিটার পানির পাশাপাশি শরবতেরও ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, “আমাদের মূল লক্ষ্য তরুণদের রাজনৈতিকভাবে সচেতন ও সম্পৃক্ত করা। এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।”
সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ জানান, এই আয়োজনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তিনি বলেন, “তরুণদের কাছ থেকে আমরা দুর্দান্ত সাড়া পেয়েছি। পলোগ্রাউন্ড থেকে লাখো তরুণ বিএনপির প্রতি তাদের সমর্থন জানাবে বলে আমরা আশাবাদী।”
নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, “সমাবেশে অংশ নেওয়া প্রত্যেক নেতাকর্মীর সুস্থতা আমাদের কাছে অগ্রাধিকার। এ জন্যই আমরা পানিসহ নানা সহায়তার ব্যবস্থা রেখেছি।”
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ জানান, শুধুমাত্র তাদের সংগঠনের পক্ষ থেকেই দুই হাজার পানির কেস সরবরাহ করা হয়েছে। যুবদল ও ছাত্রদলও সমানতালে সহযোগিতা করেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই তরুণসমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে যে, আগামী দিনে রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরুণদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
১১৫ বার পড়া হয়েছে