ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের

শনিবার, ১০ মে, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন, দেশে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে।
তিনি জানান, অতীতের রাজনৈতিক নিপীড়ন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও পেশাদারভাবে নিষ্পত্তির লক্ষ্যে এই কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া)–বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, ‘ফরহাদ ভাই (ফরহাদ মজহার) বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সত্য, ন্যায়বিচার ও পুনর্মিলনের ভিত্তিতে একটি কমিশনের এখন বড় প্রয়োজন। এটি আমাদের দেশে ১৯৭২ সাল থেকেই থাকলে ভালো হতো।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সবকিছুই অত্যন্ত পেশাদারভাবে নিষ্পত্তি করতে চাই। এজন্যই আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করব।’
উল্লেখ্য, এই কমিশনের মাধ্যমে অতীতের অন্যায় ও নির্যাতনের ঘটনা তদন্ত, প্রকাশ ও প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে