সর্বশেষ

জাতীয়

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজনীতি, রাতে জরুরি বৈঠক উপদেষ্টা পরিষদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানা যায়নি।

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো বিক্ষোভ করছে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

সরকার এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বিবৃতিতে তিনি বলেন, "সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সবকিছু আইনানুগভাবে পর্যালোচনা করা হচ্ছে।"

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, "আইসিটি আইন আমরা প্রয়োজনে কয়েকদিনের মধ্যেই সংশোধন করতে পারি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইনসহ বিভিন্ন আইন বিদ্যমান। রাজনৈতিক দলগুলোর দাবি বা বিচারিক পর্যবেক্ষণ থাকলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনত সম্ভব।"

বর্তমান রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এখন সকলের দৃষ্টি উপদেষ্টা পরিষদের আসন্ন বৈঠকের দিকে, যেখানে এই দাবির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন