সাহিত্য
তুই কি জানিস ?
অভিধাকথন

ন. নাহার আনছারী
শনিবার, ১০ মে, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তুই কি জানিস ?
বুকের মাঝে যত্নে পুষি
মস্ত বড় এক গোরস্থান....
যেথা ও’রে রোজ করে;
রাত-দুপুরে
আদর সুরে কাফন মুড়ে
দাফন সারি
তোর গড়ানো শতেক অপমান।
পারিস যদি টুকরো করিস,
‘বেলাশেষে অবহেলে
ফেলে যাওয়া’
ছোট্ট এক জীবন গল্পের
প্রিয় সে অভিধান।
১৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর