সর্বশেষ

সাহিত্য

তোমাতেই একাকার

লাকি জাদু
লাকি জাদু

শনিবার, ১০ মে, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোধূলির মায়াময় শেষ বিকেলের রবি
দহন হয়েও জীবন্ত প্রাণবন্ত
হোক আমাদের জীবন ছবি।

তবুও তোমার স্বপ্নেই হোক আমার রাত ভোর
জাগতিক নিয়ম ভুলে, আমার ঠাঁই -
বন্দিশালা হোক তোমার বুকের পাঁজর।

 

দেহের প্রতিটি লোমকূপে যার ঘ্রাণ
নেশাতুর বলয় মনের প্রলয়
মিলেমিশে একাকার এ প্রাণেতে ঐ প্রাণ।

 

এক জীবনে এমনতর অনুভূতির ছায়া
ধারণ করি, যতন করি মায়ার বাঁধন
আহ্লাদী নয়, নয় অভিনয় অনন্ত এ মায়া।

 

হৃদয়টাও মুক্ত নয়, বক্ষের ভিতর বন্দী
তেমন করেই খুব যতনে-
শেকল পায়ে অবলীলায় তোমার সনে সন্ধি।

 

তবে এই হোক নিশ্বাসের বোল
বিশ্বাস প্রাণেতে মিশে তোমাতেই
একাকার, আমৃত্যু অবিচল...

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন