সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্প, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই কাঁপল ইসলামাবাদ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১০ মে, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ অ্যাটক ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় আজ সকালে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে ২৩০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে পেশোয়ার, মারদান, সোয়াত, নওশেরা, সোয়াবি, অ্যাটক এবং উত্তর ওয়াজিরিস্তানসহ বেশ কয়েকটি অঞ্চলে।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় অনেকেই রাস্তায় নেমে আসেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমন সময় এই ভূমিকম্প আঘাত হানে যখন ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে। ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-মারসুস’ নামের একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, পাকিস্তানও ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে শনিবার ভোরে শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

উভয় দেশই পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে, ফলে পুরো অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভূমিকম্প এবং এই সামরিক সংঘাত মিলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন