সর্বশেষ

জাতীয়

আবদুল হামিদের দেশত্যাগ: ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার, দু'জন বরখাস্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ) পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হওয়া সাবেক স্বৈরাচার সরকার– আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

ইমিগ্রেশন শাখার একজন বিশেষ পুলিশ সুপার জানান, “আবদুল হামিদ চিকিৎসার জন্যই দেশ ছাড়েন। তার ভিসা ও অন্যান্য কাগজপত্র যাচাই করে ছাড়পত্র দেওয়া হয়।”

আবদুল হামিদের পারিবারিক সূত্র জানায়, দেশীয় চিকিৎসকদের পরামর্শে তিনি চিকিৎসার উদ্দেশে বিদেশে যান।

তবে সূত্রমতে, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি দায়ের হওয়া এ মামলায় আরও যাদের নাম রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদের।

পুলিশ সদর দপ্তর বলেছে, দেশের গুরুত্বপূর্ণ একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে দেশত্যাগ করলেন, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন