পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠক ডাকলো পাকিস্তান

শনিবার, ১০ মে, ২০২৫ ৪:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-এর জরুরি বৈঠক আহ্বান করেছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন এবং এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির প্রধান ও তিন বাহিনীর প্রধানগণ। এছাড়া, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের (এসপিডি) মহাপরিচালকও উপস্থিত ছিলেন।
এনসিএ সাধারণত যৌথ কৌশল প্রণয়নের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েই সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার ও শনিবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুল্লা থেকে শুরু করে গুজরাটের ভুজ পর্যন্ত অন্তত ২৬টি স্থানে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। এসব ড্রোন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করে। ফিরোজপুরে একটি ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন বলে নিশ্চিত করেছে ভারত। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দুই দেশের মধ্যে। ভারত ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বানিয়ান মারসুস’। পাকিস্তান দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের পাঠানকোট ও উধমপুরসহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং ড্রোন প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১০৩ বার পড়া হয়েছে