সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতের আকাশসীমায় ২৬টি স্থানে সন্দেহভাজন ড্রোনের তৎপরতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১০ মে, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তর কাশ্মীরের বারামুল্লা থেকে পশ্চিম ভারতের গুজরাটের ভুজ পর্যন্ত অন্তত ২৬টি স্থানে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন শনাক্ত করা হয়েছে।

এসব ড্রোন বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছিল বলে দাবি করা হয়েছে।

ড্রোনগুলো যেসব এলাকায় দেখা গেছে, তার মধ্যে রয়েছে: বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষী নালা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন হামলায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

ভারত জানিয়েছে, সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সম্ভাব্য সব হামলার বিরুদ্ধে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারি সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, কাশ্মীরে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ হিসেবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাঠানকোট, উধমপুরসহ ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

সীমান্ত অঞ্চলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন