সর্বশেষ

জাতীয়

মিরপুরে আপন দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকার একটি বাসা থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন—মরিয়ম বেগম (৬১) ও সুফিয়া বেগম (৫৫)। সম্পর্কে তারা আপন বোন।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।

তিনি বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা পরিকল্পিতভাবে দুই নারীকে হত্যা করেছে।"

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যার আলামত সংগ্রহ এবং বিস্তারিত তদন্তের কাজ চলছে।

পুলিশ বলছে, ঘটনার পেছনে কারা জড়িত, তা জানাতে তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন