সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া
শুক্রবার, ৯ মে, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার ফলে একটি কনটেইনার উল্টে গিয়ে পাশের চট্টগ্রামগামী লাইনে পড়েছে, যার ফলে উভয় দিকের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর