সর্বশেষ

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিকেল ৩টা থেকে এই কর্মসূচি শুরু হবে বলে শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, "২৫ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে, এখনও কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"

তিনি আরও বলেন, "শাহবাগে আমাদের অবস্থান কোনো রাজনৈতিক দলের নয়, এটা 'জুলাই জনতার' অবস্থান। আওয়ামী লীগের আমলে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের নিয়ে সম্মিলিত এই আন্দোলন চলবে।"

গণজমায়েত শুধু শাহবাগেই সীমাবদ্ধ থাকবে না, বরং জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে কর্মসূচি হয়েছিল, সেসব এলাকাতেও একযোগে জমায়েতের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, "শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডিসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগত বিচারের ধারা যুক্ত করতে হবে।"

তিনি আরও দাবি করেন, "আর গড়িমসি না করে অবিলম্বে 'জুলাই ঘোষণাপত্র' জারি করতে হবে। দাবি আদায় না হলে আন্দোলন প্রতিটি পয়েন্টে দীর্ঘায়িত হবে।"

তিন দফা দাবি:
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করা
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন