রাজনীতি
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকায় মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকামুখী পদযাত্রার হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকায় মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, "দল-মত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের আহ্বানে সকল শক্তি এক হবে।"
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে ‘ব্লকেড’ চালু রয়েছে এবং যদি দ্রুত কোনও সিদ্ধান্ত না আসে, তবে সারা দেশ থেকে আবারও ঢাকায় পদযাত্রা করা হবে।
আওয়ামী লীগকে "ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন" আখ্যা দিয়ে, তাকে নিষিদ্ধ করার দাবিতে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি আওয়ামী লীগকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম, নারী এবং মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি সংগঠন বলেও দাবি করেন।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর