আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বড় জমায়েতের ঘোষণা এনসিপি'র

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ কর্মসূচির আয়োজন করেছে।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে আজকের জমায়েত হবে। সেখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং বাদ জুমা ‘জনসমুদ্রে’ পরিণত হবে বলে দাবি করেন তিনি। সকল রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারসহ সকল নাগরিককে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সকালে যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, “যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিবন্ধন বাতিল ও বিচারিক রোডম্যাপ প্রকাশ করা হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।”
তিনি আরও জানান, ফোয়ারা থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়ে বাংলামোটর পর্যন্ত রাস্তা জনতার দখলে থাকবে।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “জুমার পর ছাত্র-জনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে। আজ ফয়সালা হবে, কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কারা চায় না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত চলছে। এনসিপির শত শত নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি এবং ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে যোগ দেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ৯ মাস পার হলেও সে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।”
১২৬ বার পড়া হয়েছে