সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় পুলিশের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে শহরের বিবি রোডের কালিরবাজার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে আইভীকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি ১৫টি গাড়ির বহর তাকে ডিবি কার্যালয়ের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল বহরে হামলা চালায়। দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় র্যাব-পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ইট নিক্ষেপ করা হয় এবং একপর্যায়ে বিস্ফোরিত হয় একটি ককটেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার সময় আইভী সাংবাদিকদের বলেন, "পুলিশ আমাকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়েই ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধী। নারায়ণগঞ্জের জনগণের পাশে সবসময় ছিলাম, তাদেরই সহযোগিতা চাই।"
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, “গ্রেপ্তারের সময় গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। তবে সেলিনা হায়াৎ আইভী অক্ষত রয়েছেন।”
আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও তারা চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
১২৩ বার পড়া হয়েছে