সর্বশেষ

জাতীয়

ঈদ উপলক্ষে ২১ মে থেকে শুরু রেলের অগ্রিম টিকিট বিক্রি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় বিক্রি হবে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের টিকিট। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮টায় এবং চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপর বিকেল ২টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) ট্রেনের টিকিট বিক্রি।

ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৫ জুন পর্যন্ত। সম্ভাব্য ঈদের দিন হিসেবে ৭ জুন ধরে এই সূচি তৈরি করা হয়েছে।

একজন যাত্রী একবারেই সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং অগ্রিম টিকিট ফেরত নেওয়া যাবে না। ট্রেন চলাচলের দিন আসনের ২৫ শতাংশ অতিরিক্ত স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে সরবরাহ করা হবে।

রেলওয়ে জানিয়েছে, প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে, যার মোট আসনসংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। অর্থাৎ প্রতিদিন বিক্রি হবে প্রায় ৩৩ হাজার অগ্রিম টিকিট।

প্রাথমিক সূচি অনুযায়ী,

২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুন
২৩ মে: ২ জুন
২৪ মে: ৩ জুন
২৫ মে: ৪ জুন
২৬ মে: ৫ জুন
২৭ মে: ৬ জুনের টিকিট বিক্রি হবে।
তবে ৭ ও ৮ জুনের টিকিট ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হবে, কারণ ঈদের দিন আন্তনগর ট্রেন সাধারণত চলাচল করে না।


ঈদে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। এগুলো জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে ঢাকায় আসবে ২ ও ৩ জুন।

এছাড়াও, ঈদ উপলক্ষে ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে ‘তিস্তা স্পেশাল’ ও ‘চাঁদপুর স্পেশাল’ চলবে ৪-৬ জুন পর্যন্ত। ঈদের পর ফিরতি যাত্রায় ৯-১৪ জুন পর্যন্ত চলবে এসব ট্রেন। জয়দেবপুর-দিনাজপুর রুটে চলবে ‘পার্বতীপুর স্পেশাল’ ট্রেন।

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহগামী যাত্রীদের জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে চারটি বিশেষ ট্রেন চালানো হবে।

৩ জুন থেকে ঈদ পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধও বাতিল করা হবে। বাড়তি যাত্রী চাহিদা মেটাতে পাহাড়তলী ও সৈয়দপুর কারখানা থেকে মোট ৪৪টি কোচ যুক্ত করা হবে ট্রেনে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রেন সময়মতো চলাচলে বিশেষ নজরদারি ও কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভার পর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এই সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন