স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ৪৮ ঘণ্টার আলটিমেটাম যুব অধিকার পরিষদের

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনটি।
গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দাবি করে, অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় 'ডামি রাষ্ট্রপতি' ও হত্যা মামলার অভিযুক্ত আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা অবস্থায় এমন ঘটনা কীভাবে ঘটল—তা নিয়ে প্রশ্ন তোলে সংগঠনটি।
ঘেরাও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। কর্মসূচি শেষে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, এনডিসির হাতে একটি স্মারকলিপি হস্তান্তর করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়, ৮ মে রাত ৩টা ৫ মিনিটে আবদুল হামিদ তার পুত্র ও শ্যালককে নিয়ে দেশ ত্যাগ করেন। এতে সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকেও এ ধরনের ঘটনা ঘটায় নিন্দা জানানো হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সময়মতো জবাবদিহি ও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে, যার দায়ভার বর্তাবে অন্তর্বর্তী সরকারকে।
সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হলেও বর্তমানে তারা জনগণের দাবি ও আদর্শ থেকে সরে আসছে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
১৩১ বার পড়া হয়েছে