সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় দাবদাহে নাকাল জনজীবন, তাপমাত্রা ৩৯ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মে মাসের শুরুতেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র দাবদাহ। জেলার সর্বোচ্চ তাপমাত্রা বুধবার ছুঁয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা মাত্র ৩৪ শতাংশ, যা পরিস্থিতিকে আরও কষ্টসাধ্য করে তুলেছে।

আবহাওয়া অধিদফতর বলছে, এটি এখন মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে গরমের তীব্রতায় নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোতেও একই অবস্থা।

দিনের বেলা চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, কাঁচাবাজারে ক্রেতাদের উপস্থিতিও অনেকটা কমে গেছে। অনেকেই দিনের গরম সময়গুলোতে ঘরে থাকার চেষ্টা করছেন। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।

রিকশাচালক জয়নাল মিয়া বলেন, “সকাল ৯টার পর থেকেই রোদের তেজ অসহ্য হয়ে যায়। গামছা দিয়ে মাথা ঢেকে রিকশা চালাচ্ছি, তবুও মাথা ঘুরায়।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন জানান, গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রতিদিন গরমজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসছেন বহু রোগী।
তিনি সবাইকে ঘরে থাকার পাশাপাশি প্রচুর পানি পান এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, “তাপমাত্রা বাড়ছে কয়েকদিন ধরেই। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।”

এখন তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে চুয়াডাঙ্গাবাসী।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন