সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যু

 মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলা এলাকায় একটি থেমে থাকা অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী বাস চাপা দিলে পাঁচজন নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা এলাকায় চাকা পাংচার হয়ে যাওয়ায় মহাসড়কের পাশে অ্যাম্বুলেন্সটি থামিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় দ্রুতগতির একটি গোল্ডেন লাইন পরিবহণের বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী যাত্রী নিহত হন।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃতদের ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থল থেকে নিহত এক ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং বাস চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন