সর্বশেষ

জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অনুচিত: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের উচিত তার নিজস্ব সিদ্ধান্ত স্বাধীনভাবে গ্রহণ করা এবং সার্বভৌমত্ব বজায় রাখা।

বৃহস্পতিবার, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, “বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে পরিস্থিতি শান্ত রাখতে উভয় দেশকে একযোগে কাজ করতে হবে এবং উত্তেজনা কমানো জরুরি।” তিনি আশ্বস্ত করে বলেন, সংকটের সময় চীন সর্বদা সত্যের পক্ষে থাকবে এবং বাংলাদেশের পাশে থাকবে সার্বভৌমত্ব রক্ষায়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঘোষণা করেন, চলতি মাসের শেষদিকে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। তিনি দাবি করেন, এতো বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে কখনো বাংলাদেশে আসেনি। এই সফর বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সংস্কার হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পশ্চিমাদের মতো সবসময় খোলামেলা কথা বলি না।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন