সর্বশেষ

জাতীয়

মধ্যরাতে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন। পরদিন বৃহস্পতিবার (৮ মে) সকাল সোয়া ১০টায় বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান আবদুল হামিদ। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি দেশের কোনো হাসপাতালে ভর্তি হননি বলে জানা গেছে। সাধারণ যাত্রীর বেশে তিনি বিমানবন্দরে উপস্থিত হন এবং মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে ছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার নাম রয়েছে।

তবে মামলার বিষয়ে অবগত থাকলেও আদালত বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তার বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা না থাকায় বাধা দেওয়া হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, “আবদুল হামিদ তার বিদেশ যাত্রার কারণ হিসেবে চিকিৎসার বিষয়টি উল্লেখ করেছেন। বিধি অনুযায়ী কোনো আইনি নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেওয়া হয়েছে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন