সর্বশেষ

সারাদেশ

ভারত থেকে ফের ‘পুশইন’: সীমান্তে পরিচয়পত্রহীন ৯৬ জনকে শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের বাংলাদেশে অবৈধভাবে ‘পুশইন’ কার্যক্রম চালিয়েছে।

বুধবার ভোর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অন্তত ৬৬ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। একই দিন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়েও আরও অন্তত ৩০ জনকে পুশইন করা হয়।

পুশইন হওয়া ব্যক্তিদের অধিকাংশের কাছে কোনো ধরনের বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট পাওয়া যায়নি। বিজিবি সূত্র জানিয়েছে, তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই চলছে। এদের মধ্যে কেউ বাংলাদেশি হলে তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় গ্রহণ করা হবে, তবে রোহিঙ্গা অথবা তৃতীয় কোনো দেশের নাগরিক হলে ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।

পুশইনের ঘটনায় ইতোমধ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খাগড়াছড়ির দক্ষিণ শান্তিপুর, রূপসেনপাড়া, বিটিলা ও তাইন্দং সীমান্ত দিয়ে এই ৬৬ জনকে পুশইন করা হয়। ধারণা করা হচ্ছে, তাদের অনেককে ভারতের গুজরাট রাজ্য থেকে বিমানযোগে ত্রিপুরায় এনে সীমান্তে পাঠানো হয়েছে।

এদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ৩৫ জন রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই করছে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, বুধবার ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করা হয়। ভূরুঙ্গামারী থেকে আটক হওয়া ১৪ জন রোহিঙ্গার মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে, ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে ভারতের ভেতরে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে তাদের ফেরত আনার জন্য।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এভাবে নাগরিকদের পুশইনকে ‘অপ্রত্যাশিত ও অনানুষ্ঠানিক’ বলে উল্লেখ করে বলেন, “প্রত্যেকটি কেস আমরা আলাদাভাবে যাচাই করছি। কেউ প্রকৃত বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, তবে তা আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। এভাবে পুশইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সংলাপ জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বাহারুল আলম।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন