সীমান্ত উত্তেজনায় পুঞ্চে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরের পুঞ্চসহ আশপাশের অঞ্চল।
বুধবার দিনভর পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ চালালে এক ভারতীয় সেনা সদস্য নিহত হন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনা সদস্যের নাম ল্যান্স নায়েক দিনেশ কুমার। তিনি ৫ ফিল্ড রেজিমেন্টের সদস্য ছিলেন। রাত ১১টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে সেনাবাহিনীর ১৬ কোর, যাদের ‘হোয়াইট নাইট কোর’ নামেও পরিচিত।
এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে তারা জানায়, "ল্যান্স নায়েক দিনেশ কুমারের আত্মত্যাগ আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তিনি পুঞ্চ সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণের সময় জীবন উৎসর্গ করেন। এই সংঘাতে যারা আহত বা নিহত হয়েছেন, আমরা তাঁদের পরিবারের পাশে আছি।"
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে বুধবার ব্যাপক গোলাবর্ষণ চালায় পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট; রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকা। উত্তর কাশ্মীরের উরি ও তাংধার সেক্টরেও একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
উরির গিঙ্গাল গ্রামে পাকিস্তানি গোলার আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাত ১১টার দিকে শুরু হওয়া গোলাবর্ষণে তাঁরা আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নেন। ২০২১ সালের যুদ্ধবিরতির পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি বলে জানান একজন স্থানীয় বাসিন্দা।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের গোলাবর্ষণে এখন পর্যন্ত ১৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গলবার দিবাগত রাতে চালানো পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা সীমান্ত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
১১৬ বার পড়া হয়েছে