ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে শান্তির আহ্বান মালালা ইউসুফজাইয়ের

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে শান্তির আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।”
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেসামরিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মালালা। তিনি বলেন, “এই বিপজ্জনক সময়ে আমি পাকিস্তানে আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের কথা ভাবছি। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মালালা বলেন, “আমাদের সম্মিলিত নিরাপত্তা ও উন্নতির জন্য শান্তিই একমাত্র পথ। তাই এখনই সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা শুরু হওয়া উচিত।”
পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ২০১২ সালে তালেবানের গুলিতে আহত হন। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয় তাকে। সেখানেই শিক্ষা গ্রহণ শেষে তিনি নারীদের শিক্ষা অধিকার ও অধিকার রক্ষায় সক্রিয় হয়ে ওঠেন। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান মালালা, যা শান্তিতে নোবেলজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়েছিল।
বর্তমানে মালালা যুক্তরাজ্যে সপরিবার বসবাস করছেন এবং নারীশিক্ষা ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁর আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’ বিশ্বজুড়ে আলোচিত হয়।
১২০ বার পড়া হয়েছে